ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৭ জুন ২০২৫  
প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী কলেজের এক ছাত্রী। তার নাম ইশরাত জাহান হাসি (২১)। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টায় রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে ইশরাতের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তার প্রেমিক নাহিদ ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে। তিনি রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেছেন, নাহিদ ও ইশরাতের বাড়ি নাটোরে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মনোমালিন্যের কারণে রাতে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইশরাত। সকালে লাশ উদ্ধারের সময় নাহিদ মেসের সামনেই ছিল। সেখান থেকেই তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ওসি জানিয়েছেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়