ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পায়ের ছাপ’ অনুসরণ করে চোরের ডেরায় জনতা, গরুসহ চোর আটক

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৭ জুন ২০২৫   আপডেট: ২১:০০, ২৭ জুন ২০২৫
‘পায়ের ছাপ’ অনুসরণ করে চোরের ডেরায় জনতা, গরুসহ চোর আটক

ফরিদপুরের বোয়ালমারীতে এক গরু চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় উদ্ধার করা হয় তিনটি চুরি যাওয়া গরু। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আটককৃত চোরের নাম হারুন মোল্যা (৫০)। তিনি লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৬ জুন) মধ্যরাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামের হারুনের বাড়িতে যান। সেখানে তারা গরুগুলো খুঁজে পান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় হারুনকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী অসিত সরকার বলেন, “রাত আনুমানিক ৩টার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের তালা ভাঙা। তার কাছ থেকে খবর পেয়ে গোয়ালের ভেতরে ঢুকে দেখি, তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।”

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়