রংপুরের ক্রিকেটে উন্নয়নের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টা করা হবে।”
শনিবার (২৫ জুন) সকাল ১০টায় টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেন, “ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে।”
তিনি রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বিষয়টি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করার কথাও জানান। পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বুলবুল বলেন, “ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা শুধু রাজধানী নয় পৌঁছে দিতে হবে প্রতিটি অঞ্চলে। রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে রংপুরকে এগিয়ে নিতে কাজ করা হবে।”
তিনি জানান, আদর্শমানের খেলোয়াড় গড়তে বিসিবি গুরুত্ব দেবে প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে।
রংপুরের ক্রীড়াবিদ, সংগঠক ও খেলোয়াড়রা বিসিবি সভাপতির সফর ও ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
উৎসবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ ক্রীড়াঙ্গণের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।
ঢাকা/আমিরুল/এস