ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি সীমান্ত দিয়ে দুজনকে ফেরত দিল বিএসএফ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৩:৪০, ২৮ জুন ২০২৫
হিলি সীমান্ত দিয়ে দুজনকে ফেরত দিল বিএসএফ 

অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে দুই যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮)ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। 

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার-সংলগ্ন রেল স্টেশনের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ওই দুই বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়। 

বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সৌরভ কুমার বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার মারাকের হাতে ওই যুবককে তুলে দেন। 

অসিম কুমার মারাক জানিয়েছেন, দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এস এম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুরের কোতোয়ালি থানাধীন মিশনরোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

তিনি আরো জানান, তাদের দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

আল আমিন দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ও সুমন গতকাল দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়