ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৮ জুন ২০২৫  
গোপালগঞ্জে ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ডেমন বয়জ গ্রুপের সদস্যরা

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম শরীফের ছেলে ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলা গ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এসময় কিশোর গ্যাং ডেমন বয়েজ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠান।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়