ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়ল ২২ ঘর

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ জুন ২০২৫  
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়ল ২২ ঘর

পাশের পুকুরে পর্যাপ্ত পানি থাকায় এবং স্থানীয়রা সহযোগিতা করায় কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ২২টি ঘর পুড়ে ছাই হয়েছে। 

শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে যৌনকর্মীরা নিঃস্ব হয়েছেন। তারা সরকারি সহায়তা কামনা করেছেন। 

দুপুর ১২টার দিকে সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বেলা ১১টার দিকে যৌনপল্লির একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হননি।

ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। সরকারের পক্ষ থেকে সহায়তা না পেলে তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েল বলেছেন, বেলা সোয়া ১১টার দিকে আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। প্রথমে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করলেও পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশের পুকুরে পর্যাপ্ত পানি থাকায় এবং স্থানীয়রা সহযোগিতা করায় কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দিনের বেলায় অগ্নিকাণ্ড ঘটায় সহজেই আগুন নেভানো সম্ভব হয়েছে। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হবে।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়