রূপগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় গুলিতে আহত ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাতলামি করার প্রতিবাদ করায় দুই যুবককে গুলি করা হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যজনকে রূপগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে উপজেলার মুড়াপাড়ার টঙ্গীরঘাট এলাকায় তারা হামলার শিকার হন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন- ইয়াছিন (৩৮) ও সিপন (৩২)। ইয়াছিন মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে এবং সিপন টঙ্গীরঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে।
ওসি তরিকুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে ইয়াছিন তার স্ত্রীকে নিয়ে বিয়ের অনুষ্ঠান শেষে খালাতো বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে স্থানীয় সোহরাব নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় তাদের গালিগালাজ করেন। ইয়াছিন প্রতিবাদ করেন। পরে খালাতো ভাই সিপনকে নিয়ে স্থানীয় অহিদুল্লার বাড়িতে গিয়ে ঘটনাটি জানান ইয়াসিন। সেখানেই সোহরাব ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ইয়াছিনের মাথায় ও সিপনের পায়ে গুলি লাগে।
আহতদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইয়াছিনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।
ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/অনিক/মাসুদ