সরকার সাম্রাজ্যবাদীদের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি করছে: মাসুদ রানা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে আয়োজিত সমাবেশে শুক্রবার সকালে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেছেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে যারা অন্তর্বর্তীকালীন সরকারের স্বপ্ন দেখেছিলেন, তারা আজ হতাশ। সেই সরকার এখন সাম্রাজ্যবাদীদের সঙ্গে একের পর এক দেশের স্বার্থবিরোধী চুক্তি করছে।”
শনিবার (২৮ জুন) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর নামে আয়োজিত রোডমার্চের সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। আজ সরকার সেই আকাঙ্ক্ষার বিপরীত পথে চলছে। বন্দর ইজারা ও করিডোর চুক্তি করার এখতিয়ার সরকারের নেই। এটি দেশের জন্য মারাত্মক হুমকি।’
তিনি আরো বলেন, “আন্দোলনের সংগঠক মানিক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সহযোদ্ধাদের ওপর হয়রানি চললে তার জবাব রাজপথেই দেওয়া হবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘চুক্তির নামে দেশ বিক্রি চলবে না’ স্লোগান দিয়ে চট্টগ্রামের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। এর আগে রোড মার্চটি শুক্রবার (২৭ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা অতিক্রম করে রাত সাড়ে ১১টার দিকে ফেনীতে গিয়ে পৌঁছায়। ফেনী শহরের আমেনা-সিরাজ কনভেনশন হলে ছয় শতাধিক নেতাকর্মী রাত্রীযাপন করেন।
ঢাকা/সাহাব/মাসুদ