ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৮ দাবি রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ জুন ২০২৫  
৩৮ দাবি রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ৩৮ দফা দাবি উত্থাপন করেছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তারা এই দাবিসমূহ উত্থাপন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, রাজশাহী নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরের ব্যস্ততম স্থানে অটো সিগন্যাল লাইট চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেশম শিল্পের বিকাশ, খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ মোট ৩৮টি দাবি তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মান উন্নয়ন ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এসব দাবি আদায় করতে নাগরিক সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দাবি বাস্তবায়নের জন্য তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন।

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়