পুকুরে ভাসছিল তরুণীর লাশ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে লিমা আক্তার (১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) উপজেলার দত্তপাড়া ইউনিয়নের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, দুপুরে লিমা আক্তারের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে জানা যায়নি।
মাদারীপুরের শিবচর দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মাইনুল ইসলাম বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/বেলাল/রাজীব