জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কৃষক নিহত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় রুবেল সরকার জানান, দীর্ঘদিন ধরে সুজাত দেওয়ান এবং খলিলদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে একাধিক মামলাও চলমান। সেই বিরোধের জেরে আজ দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রফিকুল ইসলাম নিহত হন। আহত হন তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
ঢাকা/মিলন/মাসুদ