ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ৬৫ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৯, ২৮ জুন ২০২৫
ঝিনাইদহে ৬৫ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স।

শনিবার (২৮ জুন) পৌর শহরের ১১টি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে, ৪টি দোকানে অবৈধ জাল পাওয়া যায়। অভিযান শেষে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর অভিযানের নেতৃত্ব দেন।

তানভীর ইসলাম সাগর বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি দোকান থেকে ৭৬০ কেজি অবৈধ চায়না দুয়ারী ও ৯৯৫ কেজি কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া, আরো ৭টি দোকানে বিভিন্ন অনিয়মে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিবেশের ক্ষতিকর এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়