গোলাপজলে গোসল করে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার দুপুরে নিজ বাড়ির উঠোনে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপজলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন আলী হোসেন মৃধা
মুন্সীগঞ্জে গোলাপজল দিয়ে গোসল করে স্বেচ্ছায় রাজনীতি ছেড়েছেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা (৪৮)।
শনিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠোনে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপজলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।
আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
ডেকোরেটর ব্যবসায়ী আলী হোসেন মৃধা চূড়াইন গ্রামের প্রয়াত আব্দুল খালেক মৃধার ছেলে।
আলী হোসেন মৃধা সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৬ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। পরে বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন আলী হোসেন মৃধা।
তিনি বলেছেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধোদয় হয়েছে। অনেকে পালিয়ে গেলেও আমি গ্রামে থেকে গেছি। আমি কোনো অনিয়মের সঙ্গে ছিলাম না। আমি আর রাজনীতি করব না। আমি ব্যবসা নিয়ে থাকতে চাই।”
ঢাকা/রতন/রফিক