ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৮ জুন ২০২৫   আপডেট: ২০:৪০, ২৮ জুন ২০২৫
সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলার আসামি হরগোবিন্দ বিশ্বাস নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোঃ সাজেদুর রহমান জানান, হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 

বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়