বাতিঘরের দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
দীপঙ্কর দাশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’-এর কর্ণধার দীপঙ্কর দাশকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের বাতিঘরের জামালখান শাখা থেকে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালী থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম কোতোয়ালী থানার সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, “তার (দীপঙ্কর দাশ) বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। প্রয়োজনীয় তথ্য নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
দীপঙ্কর দাশ সাংবাদিকদের বলেন, “আমি বাতিঘরে ছিলাম। পুলিশ সদস্যরা এসে থানায় নিয়ে যাওয়ার কথা বলেন। থানায় গিয়ে মামলার বিষয়ে কথাবার্তা বলার পর তারা আমাকে দুপুর ২টার দিকে ছেড়ে দেন।”
আজ ছিল বাতিঘরের চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একই বছরের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোতোয়ালী থানায় মামলা করেন। এ মামলায় দীপঙ্কর দাশ ২৩৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
ঢাকা/রেজাউল/মাসুদ