ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় ফার্মাসিস্ট আহত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২৮ জুন ২০২৫  
কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় ফার্মাসিস্ট আহত

ফাইল ফটো

কুড়িগ্রামের রাজারহাটে দুর্বৃত্তদের হামলায় আবু মোত্তালেব ওরফে মামুন নামের একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এই ঘটনা ঘটে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে দায়িত্বে রয়েছেন।

আরো পড়ুন:

ভুক্তভোগী আবু মোত্তালেব বলেন, ‘‘প্রতিদিনের মতো সকালে হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে যাই। এসময় আকস্মিক দুজন ব্যক্তি আমার নাম-পরিচয় জেনে আক্রমণ করে।’’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মনীষা দাশ বলেন, ‘‘হামলার পর আমাদের কিছু পরিচিত লোক তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। ওনার নাক দিয়ে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন বলেন, ‘‘এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়