ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া: জাহিদ হোসেন

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৮ জুন ২০২৫   আপডেট: ২২:৩১, ২৮ জুন ২০২৫
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া: জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, “অন্তর্বতী সরকারের দায়িত্ব হচ্ছে- অন্যায়ের বিচার করা, সংস্কার সাধন করা। তাদের দায়িত্ব জনগণের অধিকার দ্রুত সময়ের মধ্যে তাদের ফিরিয়ে দেওয়া। যা দিতে ১০ মাস চলে গেছে।”

শনিবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাহিদ হোসেন বলেন, “আপনারা দেখেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা, হাবিবুল আউয়ালরা এখন কী বলছেন। গতকাল আদালতে দাড়িয়ে কথা বলেছেন। জ্ঞানপাপী বলে একটা কথা আছে- যে আমি সব জানি, বুঝতেছি কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করছেন না। চৌদ্দ, আটারো এবং চব্বিশসহ সব নির্বাচন ব্লু-প্রিন্টেড করে করা হয়েছে। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”

রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মুকিত।

সমাবেশ শেষে উপজেলার ইউনিয়ন কমিটির ও নির্বাচিত ৫৬৮টি ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ইংল্যান্ড প্রবাসী নূরুল ইসলাম সেলুন, সম্পাদক পদে  আব্বাস আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে রুপক দেব নির্বচিত হন।

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়