ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ছুরিকাঘাতে আহত রিকশা চালকের মৃত্যু 

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৯ জুন ২০২৫  
সাভারে ছুরিকাঘাতে আহত রিকশা চালকের মৃত্যু 

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে প্রকাশ্যে ছুরিকাঘাতে আহত রিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। 

নিহত রিকশা চলকের নাম রুহুল আমিন (২৫)। তিনি সাভারের ডেনমার্কেট এলাকার গেদু মিয়ার ছেলে। 

নিহতের নিকট আত্মীয় মো. আক্তার হোসেন বলেন, “জুম্মার নামাজের পর সাভার বাজার রোডের গলিতে কথাকাটা কাটির এক পর্যায়ে রুহুল আমিনকে তার বন্ধু শামীম হোসেন সুইস গিয়ার দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে তাকে এনাম মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত আটটার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।”

এনাম মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক ডা. আহম্মেদ আলী বলেন, “রুহুল আমিনকে পেছনে ধারলো চাকু দিয়ে একাধিক আঘাতের ক্ষত নিয়ে গতকাল (শুক্রবার) আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে ভর্তি করা হয়। অস্ত্রপচার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাচাঁনো সম্ভব হয়নি।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা ইতিমধ্যে অপরাধীকে আটকে অভিযান শুরু করেছি।”

ঢাকা/আরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়