ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গা হলো অবৈধ কয়লা তৈরির প্রতিষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৯ জুন ২০২৫  
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গা হলো অবৈধ কয়লা তৈরির প্রতিষ্ঠান

অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে

গোপালগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

শনিবার (২৮ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে এ যৌথ অভিযান চালানো হয়।

আজ রবিবার (২৯ জুন) পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, অবৈধ কয়লা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। এতে বায়ু মণ্ডলে কার্বনডাইঅক্সাইড ছড়িয়ে পরিবেশে দূষণ ঘটাচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। 

ভ্রাম্যমাণ আদালত ওই অবৈধ প্রতিষ্ঠানটির সবগুলো বার্নার ভেঙ্গে গুড়িয়ে দেয়। ভাঙ্গা শেষ হলে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছড়িয়ে বার্নারগুলোর আগুন নিভিয়ে দেয়।

গোপালগঞ্জ জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

এ অভিযানে আনসার ব্যাটেলিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়