ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৯ জুন ২০২৫   আপডেট: ১৭:৩৯, ২৯ জুন ২০২৫
গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ

সংঘর্ষে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনা আহত ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান সংঘর্ষের তথ্য নিশ্চিত  করেছেন।

আরো পড়ুন:

আহতদের মধ্যে বাচ্চু (৫৫), জয় মোল্লা (১৯), রকি মোল্লা (২১), রাকিব শেখ (১৭), তাহের শেখ (৭৫), হেলাল শেখ (৪২), মিশু শেখ (২৪), মো. জিয়াউর রহমান (৩০), বেলাল শেখ (২৭), ইউনুফ শেখ (১৮), জুয়েল শেখ (৪৫), জগলু শেখ (৫০), রাসেল শেখ (১৮), রাজিব (২৫), রহমতুল্লাহ (১৮), দ্বীন ইসলামসহ (১৮) ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, কয়েকদিন আগে ভেন্নাবাড়ী গ্রামের লিটন মেম্বারের সমর্থক সাজিদ একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের ভ্যান চুরি করে নিয়ে যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে সালিশ ডাকা হয়।

আজ রবিবার সকালে লিটন মেম্বারের বাড়িতে সালিশ বসে। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। আহত ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়