ফটিকছড়িতে মায়া হরিণের শাবক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
উদ্ধার হরিণ শাবক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মা হারা মায়া হরিণের একটি শাবক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে আসলে হরিণ শাবকটি উদ্ধার করে পাশের হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, সংবাদ পেয়ে হরিণ শাবকটির প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সঙ্গে যোগাযোগ করা হয়। মা-হারা অবস্থায় শাবকটি প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে। তাই চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য এটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা প্রশাসন থেকে শাবকটি চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল