ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৯ জুন ২০২৫   আপডেট: ১৭:৩৪, ২৯ জুন ২০২৫
রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আবদুল মান্নান ওই এলাকার মছন আলীর ছেলে।

আরো পড়ুন:

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ‘‘সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পালানোর চেষ্টা করলে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘মান্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তার বাবা মছন আলী ও তিন ভাই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়