ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। শনিবার (২৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ঘটনাটি ঘটে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মারধরে নিহত হওয়ার ঘটনায় রবিবার (২৯ জুন) সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে দুইজনকে।
নিহত ব্যক্তি কাটাবাড়ী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে অভিযুক্ত ব্যক্তি এক শিশুকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
গতকাল শনিবার (১৮ জুন) রাতে এলাকাবাসী অভিযুক্তকে নিজ এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তারা গণপিটুনি দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার চিকিৎসক অভিযুক্তকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের কেউ বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা অভিযোগ ওঠে। এলাকাবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় নিহতের ভাই আজ গোবিন্দগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ ছাড়াও নাম না জানা দুইজনকে আসামি করে হত্যার অভিযোগে মামলা করেছেন।”
ঢাকা/মাসুম/মাসুদ