প্রাইভেটকারে অটোরিকশার ধাক্কা, গুলি ছুঁড়লেন যুবক
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জে প্রাইভেটকারে অটোরিকশা ধাক্কা দেওয়ার জেরে গুলিবর্ষণের ঘটনা উঠেছে। রবিবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার রামপাল কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ গুলিবিদ্ধ না হলেও ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকারে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা সাব্বির হোসেন দীপু নামের এক যুবক গাড়ি থেকে নেমে আসেন এবং অটোচালকের দিকে রিভলবার তাক করান। ঘটনাস্থলের পাশেই এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন এবং দীপুকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় দীপু এলোপাথাড়িভা ৪ রাউন্ড গুলি বর্ষণ করেন। এতে কেউ গুলিবিদ্ধ হননি। তবে, ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির বলেন, ‘‘ঘটনার পরপরই পুলিশ দীপুকে আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা ও একটি অবৈধ রিভলবারটি জব্দ করা হয়েছে।’’
আটক সাব্বির হোসেন দীপু জেলার টংগিবাড়ী উপজেলার বেতকা ছটফটিয়া গ্রামের আবুল কালামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপু পুলিশকে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে বোনের বাড়ি আলদি যাচ্ছিলেন। এই ঘটনায় জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুন্সীগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘‘গুলিবর্ষণের ঘটনায় দীপুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পূর্বে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনার সময় তার সঙ্গে আরো দুজন ছিলেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/রতন/রাজীব