‘যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে দেব’
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরে পল্লী বিদ্যুতের দরপত্র কিনতে এক ঠিকাদারকে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ জুন) দুপুরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আওতায় ডিপোজিট ওয়ার্ক এবং মেইনটেনেন্স ওয়ার্ক প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা করে সাতটি প্যাকেজে ৩৫ লাখ টাকার কাজের দরপত্র বিক্রি চলছিল। সোমবার (৩০ জুন) দরপত্র জমা দেয়ার তারিখ নির্ধারিত আছে।
বগুড়া থেকে আসা মিজানুর রহমান নামে ওই ঠিকাদার বলেন, ‘‘আজ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একটি কাজের দরপত্র কেনার শেষ দিন ছিল। সকালে বগুড়া থেকে রওনা হই দরপত্র (টেন্ডার) ক্রয় করার জন্য। বেলা ১২টার দিকে দরপত্র কিনতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মূল ভবনের কাছে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা বেশ কয়েকজন বহিরাগত ও ঠিকাদার পরিচয়দানকারী লোকজন আমাকে সাইডে ডাক দিয়ে বলেন, এখানে শিডিউল কেনা যাবে না, নিষেধ আছে। যদি শিডিউল কিনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেব।’’
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. ফখরুল আলম বলেন, ‘‘এক ঠিকাদার অভিযোগ করেছিলেন, তাকে দরপত্র কিনতে বাধা ও হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তিনি সঠিকভাবে দরপত্র কিনেছেন।’’
ঢাকা/আরিফুল/রাজীব