ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন শাকিল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৯ জুন ২০২৫  
স্ত্রী তালাক দেওয়ায় এক মণ দুধ দিয়ে গোসল করলেন শাকিল

স্ত্রী তালাক দেওয়ায় রবিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকায় দুধ দিয়ে গোসল করেন শাকিল মন্ডল

ভালোবেসে ১৪ বছর আগে বিয়ে করেছিলেন শাকিল মন্ডল। তার ভাষ, স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। হঠাৎ স্ত্রী তালাক দেন তাকে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে তিনি রবিবার (২৯ জুন) দুপুরে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকায় শাকিল মন্ডল দুধ দিয়ে গোসল করেন। তিনি পেশায় চা দোকানি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মন্ডল পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে। মাধনগর বাজারের তার চায়ের দোকান আছে। ভালোবেসে তিনি এক মেয়েকে বিয়ে করেন। তাদের ১৪ বছরের সংসারে অশান্তি লেগেই থাকতো। চলতি মাসের ১ তারিখে শাকিল মন্ডলকে তালাক দেন তার স্ত্রী।  

স্থানীয় বাসিন্দা মান্নান সরদার, সোহাব মন্ডল ও ইউনুচ প্রামানিক জানান, শাকিল মন্ডল আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন। এ ধরনের ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। 

শাকিল মন্ডল বলেন, “আমি তাকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি, সে আমাকে ছেড়ে দেবে। হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স (তলাক) দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়