ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান আবদুুর রশিদ ভূঁইয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুুর রশিদ ভূঁইয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুুর রশিদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ শহরের মেড্ডা এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করে।
আবদুুর রশিদ সুহিলপুর গ্রামের মৃত আব্দুর নূর ভূইয়ার ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর আহমেদ জানান, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ ভূইয়ার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ঢাকা/পলাশ/টিপু