ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩০ জুন ২০২৫  
কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে মানববন্ধন

ব্রহ্মপুত্র নদে ভাসমান তেল ডিপো চালু দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যুমনা ও মেঘনা অয়েল কোম্পানীর দুটি ভাসমান তেল ডিপো চালু করে কর্মসংস্থান সৃষ্টিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

এ সময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম সাবু, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন:

বক্তারা জানান, ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সাল থেকে চিলমারীর দুটি ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে করে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বিপাকে পড়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছে অনেক শ্রমিক। আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সব জেলায় লাগাতার কর্মসূচি পালন করা হবে। 

মানববন্ধনকারীদের দাবির মধ্যে রয়েছে, চিলমারী ভাসমান তেল ডিপো নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেয়া, বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে স্থায়ী ডিপোতে রূপান্তর করা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেয়া হয়। 
 

ঢাকা/বাদশাহ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়