ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ জুন ২০২৫  
মহেশপুর সীমান্তে ভারতীয় নারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে রবিবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আটক নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

বিজিবি জানায়, আটক ভারতীয় নারী দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর থেকে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। 

বিজিবি জানায়, গত ২৫ এপ্রিল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপির বিজিবি সদস্যদের হাতে আটক হন ভারতীয় এই নারী। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। ওই ঘটনায় মামলা হলে তিনি ৫০ দিন কারাভোগ করেন। মুক্তি পেয়ে গতকাল রবিবার রাতে তিনি দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়