ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম’

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৩০ জুন ২০২৫  
‘মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম’

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ

সংগঠনের কেউ যদি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

তিনি বলেন, “যারা বিগত দিনে মাদক করবার করতেন, তারা এখনো এই কাজ করে চলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরছে না। এই শহরে কোনো মাদক কারবার হলে তার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। মাদক কারবারিরা যতোই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।”

আরো পড়ুন:

সোমবার (৩০ জুন) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পতিত স্বৈরাচার দোসরদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “মাদক কারবারের সঙ্গে সম্পৃক্তদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করা হবে। কোনো মাদক কারবারি, সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাই কালীগঞ্জে হবে না। মাদক কারবারিরা কোনো দলের হতে পারে না।”

তিনি বলেন, “স্বৈরাচারের দোসরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করছে না। যদি আপানার দোসরদের ধরতে ব্যর্থ হন, তাহলে সাধারণ মানুষ তাদের ধরে আপনাদের কাছে তুলে দেবে।”  

বিক্ষোভ সমাবেশের পর শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যরা। 

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়