ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৩০ জুন ২০২৫   আপডেট: ২১:৫৮, ৩০ জুন ২০২৫
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত ১

অভিযুক্ত অনিক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নিহত জমির উদ্দিন জাসদের সমর্থক ছিলেন। 

সোমবার (৩০ জুন) বিকেলে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের জমির উদ্দিনের ওপর হামলা করা হয়। নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সুত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপরে হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যায়।

দেড় বছর আগে জমির উদ্দিন অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙে দেয়। 

ঘটনাস্থল থেকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখছি। হামলাকারী পলাতক রয়েছে।’’
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়