ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ 

যশোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১ জুলাই ২০২৫  
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ 

রাশেদ খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথা জানিয়েছেন।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ২টা ৪ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান।

রাশেদ খানের পদত্যাগের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন রাশেদ খান। তার পদত্যাগে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বড় ধরনের সংকটে পড়বে বলে মনে করছেন সংগঠনটির কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়