ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাসদ কর্মী হত‌্যা: ছাত্রদল নেতাসহ আটক ৩

কু‌ষ্টিয়াপ্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১ জুলাই ২০২৫  
জাসদ কর্মী হত‌্যা: ছাত্রদল নেতাসহ আটক ৩

কু‌ষ্টিয়ার মিরপু‌রে পূর্বশত্রুতার জের ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (১ জুলাই) ভোরে মিরপু‌র উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের আমবা‌ড়িয়া গ্রা‌মে অভিযান চা‌লি‌য়ে সা‌বেক ইউপি চেয়ারম‌্যা‌নের বা‌ড়ি থে‌কে তাদেরকে আটক করে পু‌লিশ। 

আটক ব্যক্তিরা হলেন— মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়‌নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অনিক খান (২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) এবং নিমাই চাঁদের ছে‌লে নাঈম (২৩)। তাদের ম‌ধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি।  

গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহর সামনে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে জমির উদ্দিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জমিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখা‌নে তার মৃত‌্যু হয়। 

নিহ‌তের স্ত্রী জোৎস্না খাতু‌নের অভিযোগ, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় চা‌য়ের দো‌কা‌নে অনিককে থাপ্পড় মে‌রে‌ছিলেন জমির। এর প্রতি‌শোধ নি‌তেই তা‌কে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম  জানিয়েছেন,‌ জমির উদ্দিনকে হত্যার ঘটনায় আমবা‌ড়িয়া গ্রাম থে‌কে তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে। 

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়