ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১ জুলাই ২০২৫  
৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

উদ্ধার হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী মুন্না

ঢাকার সাভারের আশুলিয়ায় ৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে, গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইর্স্টান হাউজিং এলাকার জনৈক রিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ নড়াইল সদর উপজেলার বল্লারটোপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শাহীনুর কবির বলেন, “গতকাল দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করা হয়। 

‘এসময় স্বপনের কক্ষ থেকে গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭.৬৫ বোরের পুরনো পিস্তল, একটি ম্যাগাজিন, স্প্রিং যুক্ত দুই রাউন্ড গুলি, ১২ ইঞ্চি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি, লোহার তৈরি ১৯ ইঞ্চি ধারালো দা, লোহার তৈরি ‘২২ ইঞ্চি দ্বি-মাথা ধারালো ভাইকিং কুড়াল, লোহার ১৪.৫ ইঞ্চি ধারালো ছুরি, লোহার ১০ ইঞ্চি ধারালো ছুরি, ৪৫ ইঞ্চি মোটরসাইকেলের চেইন, লোহার তৈরি ২৬ ইঞ্চি কালো কভার যুক্ত পাইপ উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হাননান, ওসি অপারেশন শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়