রূপগঞ্জে পাঁচ ঘোড়া জবাই, গরুর মাংস বলে বিক্রির চেষ্টা
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত পাঁচটি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ফয়েজ মিয়া নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
সোমবার (৩০ জুন) রাত ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর থেকে ঘোড়ার মাংস জব্দ হয়।
স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের এলাকায় ও বিভিন্ন হোটেলে বিক্রির চেষ্টা করছে। পূর্বাচল শুনশান এলাকা হওয়ায় এখানেই তারা ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় পাঠাতো।
সাজা পাওয়া ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে পূর্বাচল উপ-শহরের ১০ নম্বর সেক্টর এলাকায় আনসার বাহিনীর সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশা পূর্বাচলের একটি প্লটের ভেতরে প্রবেশ করতে দেখেন। তাদের সন্দেহ হয়।
অটোরিকশাটি থামার সংকেত দিলে কয়েকজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে প্লটের ভেতর প্রবেশ করে আনসার সদস্যরা দেখতে পান পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে।
আনসার সদস্যরা তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে। ঘটনাস্থলে গেলে আনসার সসদস্যরা আটক ফয়েজ মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফয়েজ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঢাকা/অনিক/মাসুদ