রংপুরে আবু সাঈদ চত্বর থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে জুলাই পদযাত্রায় যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
গণঅভ্যুত্থানের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নামে নামকরণ করা চত্বর থেকে রংপুরে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদযাত্রা শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদযাত্রাটির অবস্থান ছিল রংপুর নগরীর টাউন হলের সামনে। এই পদযাত্রা রংপুর পাবলিক লাইব্রেরি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত আছেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পদযাত্রাটি ইতোমধ্যে নগরীর লালবাগ, খামারের মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করেছে।
এর আগে, আজ সকাল ১০টায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার সূচনা করে এনসিপি। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশে রওনা হন নেতারা। সেখানে পথসভা ও সংক্ষিপ্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় শহীদ আবু সাঈদ চত্বরে এসে রংপুরের পদযাত্রায় যোগ দেন তারা।
দিনের দ্বিতীয় অংশের পদযাত্রায় এনসিপির স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। পদযাত্রায় শহীদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারসহ জুলাই ঘোষণাপত্র আদায়, নতুন সংবিধান রচনা, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দীপ্ত স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
ঢাকা/আমিরুল/মাসুদ