শেখ হাসিনার শাস্তি নিশ্চিতে রাজপথে থাকবে ছাত্র-জনতা: আখতার হোসেন
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর জিলা স্কুল চত্বরে মঙ্গলবার রাতে পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “রংপুরের পুত্রবধূ শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা না হবে, ততক্ষণ পর্যন্ত শহীদ আবু সাঈদের আত্মা শান্তি পাবে না। তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রংপুরের রাজপথ ছাড়বে না ছাত্র-জনতা।”
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রংপুর জিলা স্কুল চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে তিনি এসব কথা বলেন।
মৌলিক সংস্কারের নামে যে তালবাহানা শুরু হয়েছে, তার কঠোর সমালোচনা করেন আখতার হোসেন। তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, রংপুরের জনগণ তাদের রাজপথেই প্রতিহত করবে।” জুলাই ঘোষণাপত্র আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তিনি।
জাতীয় পার্টিকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, “জাপা রংপুরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা দিয়ে আমাদের দমন করতে চায়।” রংপুরে জাতীয় পার্টির করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। একইসঙ্গে জাতীয় পার্টির বিরুদ্ধে রংপুর থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আখতার হোসেন।
পথসভায় আখতার হোসেন বলেন, “শহীদ আবু সাঈদের রক্তের ঋণ শোধ করতে হলে এই অঞ্চল থেকে বৈষম্য দূর করতে হবে। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি রংপুর বিভাগকে অতীতের সমস্ত বৈষম্যের বেড়াজালকে ভেদ করে এগিয়ে নিতে দৃঢ়ভাবে কাজ করবে।”
মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিনের শেষাংশের পদযাত্রা সন্ধ্যা সোয়া ৬টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়। পদযাত্রাটি নগরীর প্রায় ৫ কিলোমিটার প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড়ে রাত সাড়ে ৮ টায় শেষ হয়।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। এসময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল/মাসুদ