জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর-কুড়িগ্রামের পথে প্রান্তরে এনসিপি
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পদযাত্রায় গণমানুষের সাথে কথা বলেন এনসিপি নেতারা
মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের শুরুটা রংপুরের সাতমাথা থেকে। গন্তব্য রংপুর কুড়িগ্রাম মহাসড়ক ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে।
দিনের শুরু বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর সাতমাথা এলাকায় গণসংযোগ করতেই এক কৃষক তার গাছের পাকা কাঁঠাল পেড়ে আপ্যায়ন করান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের এমন আতিথেয়তায় খুশি পথযাত্রায় আসা নেতৃবৃন্দরাও। সাতমাথার বালাটাড়ি এলাকায় প্রবেশকালে গণমানুষের সাথে কথা বলে ফের কুড়িগ্রাম অভিমুখী যাত্রা করেন তারা।
এই পদযাত্রায় উপস্থিত রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।
গাছের কাঁঠাল পেড়ে এনসিপি নেতাকর্মীদের আপ্যায়ন করছেন এক কৃষক।
পদযাত্রাকালে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা, জুলাই গণহত্যার বিচার, গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা ও জুলাই ঘোষণাপত্র আদায় করে জনগণের প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিষ্ঠায় কাজ করে দেওয়ার অধ্যায় ব্যাখ্যা করেন জনমানুষের কাছে।
একইসাথে এসব দাবি আদায়ে আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র-শ্রমিক-জনতাকে নিয়ে বৃহত্তর পদযাত্রার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্দোলনের মূল লক্ষ্য একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন ও জনগণের প্রত্যাশা পূরণ বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকালে শহীদ আবু সাঈদের সমাধিস্থ পবিত্র ভূমি থেকে জুলাই পদযাত্রার সূচনা হয়। ‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ এই স্লোগানে রংপুর থেকে যাত্রা শুরু করে প্রথম দিন গাইবান্ধা হয়ে রাত শেষে ফিরে আসে রংপুর নগরীতে। দ্বিতীয় দিনে যাত্রা করে কুড়িগ্রামের পথে।
ঢাকা/আমিরুল/এস