ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৪:০৫, ২ জুলাই ২০২৫
সিলেটে ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার

সিলেটে পাঁচ দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। সিলেটে এনিয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।

বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান বলেন, “৮০ বছর বয়সী ওই ব্যক্তি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।”

এদিকে, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।

ঢাকা/নূর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়