ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে অসুস্থ হয়ে এএসআইর মৃত্যু 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২ জুলাই ২০২৫  
খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে অসুস্থ হয়ে এএসআইর মৃত্যু 

মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন মোতালেব হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। 

বুধবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, সকালে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সেকশন লিডার কোর্সের (এসএলসি) প্রশিক্ষণ চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেন ময়মনসিংহে শিল্প পুলিশের কর্মরত ছিলেন। ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন তিনি। মোতালেব হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। 

খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানিয়েছেন, সকালে এসএলসির ট্রেনিং চলাকালে এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সব আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ঢাকা/রূপায়ন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়