ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গফরগাঁওয়ে ট্রেনের ৮ টিকিটসহ ‘কালোবাজারি’ আটক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৯, ২ জুলাই ২০২৫
গফরগাঁওয়ে ট্রেনের ৮ টিকিটসহ ‘কালোবাজারি’ আটক

ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনের ৮টি টিকিটসহ হৃদয় মিয়া (২৫) নামের এক কালোবাজারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

হৃদয় মিয়া ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির আগে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন হৃদয়। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের ৮টি টিকিট জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়