ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই লাখ টাকায় প্রবাসীর স্ত্রীকে হত্যা: পুলিশ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫২, ২ জুলাই ২০২৫
দুই লাখ টাকায় প্রবাসীর স্ত্রীকে হত্যা: পুলিশ

গ্রেপ্তার আসামিরা

কুমিল্লার বুড়িচং উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকার বিনিময়ে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় সেপটিক ট্যাংকে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক এতথ্য জানান। 

আরো পড়ুন:

নিহত নারীর নাম ফেরেদৌসী বেগম (৫০)। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের সৌদি আরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। 

পুলিশ জানায়, গত ২৭ জুন ফেরদৌসী বেগমকে হত্যার পর তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর স্থানীয়রা ফেরদৌসী বেগমের মরদেহ পান। পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “দক্ষিণ গ্রামের ফেরদৌসী বেগম ও তার বড় ভাইয়ের স্ত্রী নুরজাহান বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসা না হওয়ায় নুরজাহান বেগম ফেরদৌসী বেগমকে হত্যার পরিকল্পনা করেন। তিনি মাদকাসক্ত আনোয়ার হোসেনের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি করেন।”

ওসি আরো জানান, “আনোয়ার হোসেনের সহযোগী হিসেবে ছিলেন মমতাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু ও খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু। তারা সবাই একযোগে হত্যাকাণ্ডে জড়িত।”

পুলিশ জানায়, নিহতের ছেলে ইকরামুল হাসান ২৯ জুন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন মায়ের নিখোঁজের অভিযোগে। এরপর স্থানীয়রা ১ জুলাই সকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে নির্জন বাগানের ভেতরে থাকা সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে নিহতের কানের দুল ও গলার চেইন জব্দ করে। পরে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

ওসি আজিজুল হক বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়