ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩৪, ২ জুলাই ২০২৫
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা’

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘‘কোনো দুর্বৃত্ত যদি ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’’

বুধবার (২ জুলাই) কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘এই দেশ সব ধর্মের মানুষের, দেশের উন্নয়নে সবার অংশগ্রহণ প্রয়োজন। সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসার মতো মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে।’’

এর আগে, ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ তাকে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়। পরে তিনি মন্দিরভিত্তিক শিশু শিক্ষাকেন্দ্র ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপদেষ্টা কক্সবাজারের আরো কয়েকটি মন্দির ও শিক্ষা কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করেন।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়