ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন ঘণ্টা পর ৭ জেলে উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২ জুলাই ২০২৫   আপডেট: ২০:৩৬, ২ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন ঘণ্টা পর ৭ জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) দুপুরে উত্তাল সমুদ্রে ঢেউয়ের তোড়ে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন ৬ থেকে ৭ কিলোমিটার গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরে ট্রলারে থাকা সাত জেলে সাগরে ভাসতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। পরে ট্রলারটিও অন্য ট্রলারের মাধ্যমে তীরে নিয়ে আসা হয়।

আহত জেলেরা হলেন- হাসান ঘরামি (৩৬), তানিম (২০), মামুন (৩২),  ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২) এবং ওলিউল্লাহ (২০)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জেলেরা জানান, উত্তাল সমুদ্রে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে ডুবে যায়। দুর্ঘটনার পরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর পাঁচ জেলেকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। বাকি দুজন ভাসতে ভাসতে তীর এলাকার কাছাকাছি চলে এলে কুয়াকাটা সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের নজরে আসে বিষয়টি। পরে পর্যটক বহনকারী একটি স্পিডবোট পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ‘‘আহত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। ট্রলারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়