ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৩ জুলাই ২০২৫  
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল আজিজ মথুরাপুর দরগাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, অনলাইনে দুস্থ ভাতার জন্য আবেদন করা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে পলাশের (২৮) সঙ্গে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ হয়। বুধবার রাতে বিজয় ও আজিজ মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে অবস্থানকালে পলাশ তাদের ওপর হামলা চালায়। পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দৌলতপুর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেছেন, অনলাইনে দুস্থ ভাতার কার্ড করা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজিজের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়