ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩ জুলাই ২০২৫  
মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা 

ওই প্রতিষ্ঠানটি পণ্যের বৈধ কাগজ দেখাতে পারেননি এবং অনলাইনে এগুলোকে বিদেশি বলে প্রচার করত

মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে জিসান কসমেটিকস নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ত্বক ফর্সাকারী নকল প্রসাধন সামগ্রী বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, বুধবার দুপুরের দিকে রাজিবপুর বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও জুস জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানটি পণ্যের বৈধ কাগজ দেখাতে পারেননি এবং অনলাইনে এগুলোকে বিদেশি বলে প্রচার করত। আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় জরিমানা ও পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান চলবে বলে জানিয়েছেন ফারহানা ইসলাম। 

ঢাকা/চন্দন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়