ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৩ জুলাই ২০২৫  
গোপালগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগের সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য নাহিদ হাসান অপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নাহিদ হাসান কাশিয়ানী সদরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গোপালগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নাহিদ হাসান অপুর বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে তার বাসা থেকে ৮টি চাপাতি, একটি কুড়াল, দুটি ছোরা, দুটি কাস্তে, দুটি বিদেশি মদের বোতল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়