ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৩ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৫৬, ৩ জুলাই ২০২৫
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফাইল ফটো

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে এ ঘটন ঘটে।

জনি ডাকঘর এলাকার নরধন দাসের ছেলে ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে জনিদের বাড়িতে এক চোর ঢোকে। সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয় জনি। এ সময় চোর জনিকে দেখতে পেয়ে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। জনি ডাক-চিৎকার করলে তার বড়ভাই জীবন দাস বাইরে বের হলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোর। পরে জনিকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ‘‘তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়