কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধার করা অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) গভীর রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লাহরদরগা-তারাগুনিয়া সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ওয়ান শুটারগান উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/কাঞ্চন/রফিক