ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় কবরস্থান থেকে ২১টি কঙ্কাল উধাও

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৪ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৫৮, ৪ জুলাই ২০২৫
পাবনায় কবরস্থান থেকে ২১টি কঙ্কাল উধাও

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থান

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন বিরাহিমপুর কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ধারণা, বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতের কোনো এক সময় কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে বিরাহিমপুর কবরস্থানে জিয়ারত করতে যান মৃতদের স্বজনরা। তারা কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো অবস্থায় দেখতে পান। ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা দেখতে পান, কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। 

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, তাদের আত্মীয়-স্বজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। তারা প্রতি শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যান। আজ সকালে এসে তারা দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চরাট সরানো। কবরের ভেতর ভালো করে তাকিয়ে তারা দেখেন, অধিকাংশের মাথার খুলি নেই। তাদের আশঙ্কা, একটি চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে। 

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “পুলিশ কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।” 

এর আগে, একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে কিছু কঙ্কাল চুরি হয়।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়